সর্বশেষ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ফেব্রুয়ারী:
মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নিবার্চনের ভোট গ্রহণ শেষ হয়েছে। শুরু হয়েছে ভোট গননার কাজ ।তবে ভোট গননা শেষ করে ফলাফল ঘোষনা করতে রাত ১০টা বা তারও বেশী বেজে যাতে পারে বলে ধারনা করছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
আজ শুক্রবার সকাল ৮ টা থেকে এ ভোট গ্রহণ শুরু শুরু হয়। দুপুরে জুম্মার নামাজে বিরতি সহ ভোট গ্রহণ চলেছে বিকাল ৪ টা পর্যন্ত।
ভোট কেন্দ্র থেকে মেহেরপুর নিউজের বিশেষ প্রতিবেদক মাহবুবুল হক পোলেন জানান,শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শেষ হয়েছে। ৬৪২টি ভোটের মধ্যে ৬১০টি পোল হয়েছে। শতকরা হিসাবে ৯৫% ভোট পোল হয়েছে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মেহেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক বিশিষ্ট চিন্তাবিদ ও কলামিষ্ট আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছে ১২ জন।
উল্লেখ্য,১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করছেন ২১ জন প্রার্থী। তবে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দীতায় জয়লাভ করেছে ৩ প্রার্থী। তারা হলেন, সিনিয়র সহসভাপতি পদে (হরিন) প্রতিক নিয়ে মো: ফয়েজ উদ্দীন,সিনিয়র যুগ্ন সম্পাদক পদে( চাকা) প্রতিক নিয়ে আলাল মালিথা এবং দপ্তর সম্পাদক পদে(গোলাপ ফুল) প্রতিক নিয়ে সামসুজ্জামান।
বাকী ৮ পদে লড়ছেন ১৮ জন প্রার্থী। তাদের মধ্যে, সভাপতি পদে আবু ইউসুফ মিরন (বাইসাইকেল),সাজ্জাদুল আনাম (চেয়ার),আ: সোবহান (আনারস),আবু হানিফ (টেলিভিশন),সহ-সভাপতি পদে আবু জোহা বাচ্চু (বাঘ),নজরুল ইসলাম ফুলু (প্রজাপতি),সাধারন সম্পাদক পদে সাজেদুল ইসলাম মনি (মাছ),আব্দুস সামাদ (ছাতা), যু্গ্ম সম্পাদক পদে দয়াল রানা (ডাব),মিজানুর রহমান (গাভি),অর্থ সম্পাদক পদে আব্দুল মতিন (হাতি),ফয়সাল আনোয়ার লালু (মই)। সদস্য পদে এলাকাদ আলী (আম),সহিদুল ইসলাম (জগ),আহাম্মদ আলী (মিনার), মোহাম্মদ আলী (হাতপাখা),সুশান্ত হালদার (কবুতর) এবং আব্দুর রহিম (দেয়াল ঘড়ি) প্রতিক নিয়ে নিবার্চনের প্রতিদ্বন্দিতা করছেন।