ফলোআপ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ মার্চ: পূনর্বাসন না হওয়া পর্যন্ত ফুটপাতে ব্যবসায়ীরা সেখানে ব্যবসা করবে,আড়ৎ মালিকরা আগামীকাল থেকে খুচরা মালামাল বিক্রি করবে না এবং বাজারে ভিতরের খুচরা ব্যবসায়ীরা রাস্তায় কোনো মাল রাখতে পারবে না এমন সিদ্ধান্তের মধ্যে দিয়ে মেহেরপুর বড়বাজারের কাঁচা বাজারে সৃষ্ট সমস্যার সমাধানে তহবাজার ব্যবসায়ী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে । সভা শেষে মেহেরপুর তহবাজারের সাধারন সম্পাদক আব্দুস সামাদ সভায় অংশগ্রহনকারীদের উদ্যেশ্যে এ সিদ্ধান্তের কথা জানান। সভা শেষে আগামীকাল থেকে মাছের বাজারে মাছ বিক্রি,চালের বাজারে চাল বিক্রি,মাংসের বাজারে মাংস বিক্রি করার জন্য ব্যবসায়ীদের কাছে আহবান জানান সমিতির সাধারন সম্পাদক । আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ জরুরী সভা শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে । সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ। সভায় সাধারন সম্পাদক আব্দুস সামাদসহ সমিতির বিভিন্ন পদস্থ কর্মকর্তা,খুচরা ব্যাবসায়ী,ফুটপাতের ব্যবসায়ী,আড়ৎ মালিকরা অংশগ্রহন করেছেন।
উল্লেখ্য,আজ সকাল ১১ টার সময় মেহেরপুর বড়বাজারের খুচরা সব্জি ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা করা এবং আড়ৎদারদের খুচরা মালামাল বিক্রি করার বন্ধের দাবিতে বাজারে আগামীকালথেকে দোকান বন্ধ করে রাখার আল্টিমেটাম দিয়ে মাইকিং করে। এ সময় খুচরা ব্যবসা্য়ীদের সাথে ফুটপাত ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা শুর হয়। ঘটনার পরপরই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতি আজ সন্ধ্যায় এক জরুরী সভার ডাক দেয়।