বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ট্রাফিক পুলিশের অভিযানে ৪ মামলা; ১২ জরিমানা

By মেহেরপুর নিউজ

February 26, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের অভিযান চালিয়ে গাড়ির বৈধ কাগজপত্র না থাকা সহ হেলমেট বিহীন গাড়ি চালানোর অভিযোগে ৪ টি মামলা সহ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার বিকালের দিকে মেহেরপুর কলেজ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযানে গাড়ির বৈধ কাগজপত্র না থাকা সহ মোটরসাইকেল বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে চারটি মামলা আদায় করা হয়। এ সময় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে ট্রাফিক সার্জেন্ট মোজাফফর হোসেন,আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।