ক্রিকেট

মেহেরপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 23, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগ তারুণ্যের উৎসব উপলক্ষে টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ টুর্নামেন্টর উদ্বোধন করেন। টুর্নামেন্টে মেহেরপুর জেলার ৬ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অংশগ্রহণ করছে।

উদ্বোধনী খেলায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জয়লাভ করে। খেলায় সরকারি স্কুল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৮০ রানে মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। জবাবে খেলতে নেমে মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১০ ওভার ৪ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে।

এদিকে একই মাঠে অনুষ্ঠিত দিনের উপর খেলায় ধানখোলা টেকনিক্যাল স্কুল ৭ উইকেট আননুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আননূর টেকনিক্যাল কলেজ ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৫ করে। জবাবে খেলতে নেমে ধানখোলা ১০ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।