মেহেরপুর নিউজ, ০১ জানুয়ারী: অনিয়ম, ঘুষ, দূর্নীতি ও বিভিন্ন দপ্তরের কর্মচারীরা নতুন পে-স্কেলে বেতন ভাতার দাবি করলে তাদের পুলিশি হয়রানীর ভয় দেখানো সহ নানা অনিয়ম তুলে মেহেরপুর জেলা হিসাব রক্ষন কর্মকর্তা এবিএম সামসুদ্দিন আহমেদের অপসারণ দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখা।
সোমবার বিকাল ৫ টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ সরকারী কর্মচারী সমš^য় পরিষদ জেলা শাখার সভাপতি নকিম উদ্দীন মানববন্ধনে নেতৃত্ব দেন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি কোমর উদ্দিন, সরকারী কর্মচারী সমš^য় পরিষদ জেলা শাখার সহসভাপতি নুরুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা অবিলম্বে হিসাব রক্ষন কর্মকর্তা এবিএম সামসুদ্দিন আহমেদের অপসারণ দাবি করেন।
প্রসঙ্গত, রবিবার তারা একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মহা হিসাব নিয়ন্ত্রক বরাবর স্মারকলিপিও প্রদান করেন।