মেহেরপুর নিউজ, ০৭ অক্টোবর: মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)র জেলা সভাপতি রবিউল হোসেন বাঘা (৮৩) আর নেই। রবিবার রাত সাড়ে ৮ টায় মেহেরপুর জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রে ক্রীয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ৬ বছর আগে তিনি স্ট্রোক করে বিছানায় দিনানিপাত করছিলেন। রবিবার বিকালে তিনি পুনরায় স্ট্রোক করে। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরহুম রবিউল হোসেন বাঘা একজন দক্ষ সংগঠক ছিলেন। পেশায় একজন প্রকৌশলীও ছিলেন। ১৯৯৯ সালে তিনি মেহেরপুর এলজিইডি থেকে উপ-সহকারি প্রকৌশলী হিসেবে অবসের যান। মেহেরপুর পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এদিকে তার মৃত্যুর সংবাদে জেলা সুজনের সাধারণ সম্পাদক শামিম জাহাঙ্গীর সেন্টু, জাসদের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আল মামুন অনল, অরণী থিয়েটারের সভাপতি নিশান সাবের, সাংস্কৃতিক কর্মী মাহবুবুল হক মন্টু, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন, ক্রীড়া সংগঠক ইমদাদুল হক, মেহেরপুর প্রতিদিনের নির্বাহী সম্পাদক আতিক স্বপন, সংগঠক শামিমুল ইসলাম, এনামুল হকসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন