বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By Meherpur News

April 14, 2025

মেহেরপুর নিউজঃ

বাংলা নববর্ষ উপলক্ষে মেহেরপুর জেলা শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান মফিজুর রহমান মুক্ত মঞ্চে বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান, সাজেদুল ইসলাম, আবীর হোসেন, তানজিনা শারমিন দৃষ্টি, এস্তামুল হক, শাকির আহম্মেদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।