মেহেরপুর নিউজ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে নাটক আগামীর বঙ্গবন্ধু মঞ্চায়িত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাটক মঞ্চায়িত হয়। আবুল হাসান তুহিনের রচনায়, সাইদুর রহমানের নির্দেশে এবং মামুনুর রহমান ছোটন এর সহযোগিতায় নাটক আগামীর বঙ্গবন্ধু মঞ্চায়িত হয়। এর আগে জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে সেখানে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, প্রফেসর হাসানুজ্জামান মালেক।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক।