মেহেরপুর নিউজ;
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান অনলাইন ভিত্তিক সংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন, রাকিবুল ইসলাম, মাহমুদুল হাসান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পিপি পল্লব ভট্টাচার্য্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, আওয়ামী লীগ নেতা মোকলেছুর রহমান, প্রধান শিক্ষক ফৌজিয়া অফরোজ তুলি প্রমুখ উপস্থিত ছিলেন।