মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দিন অনত্র বদলি হওয়ার তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।বুধবার সকালের দিকে মেহেরপুর শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিস মিলনাতনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, শফিকুল ইসলাম,ফয়জুল কবীর, প্রমুখ। পরে বিদায়ী জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিনকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলের তোড়া উপহার দেয়া হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান শিক্ষক আবুল কাশেম, তাহাজ উদ্দিন, জাব্বারুল ইসলাম, আশরাফুজ্জামানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।