মেহেরপুর নিউজ:
আসন্ন ঈদের পূর্বেই শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও চাকুরী জাতীয়করণের দাবীতে মেহেরপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ মিলনায়তনে এ মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা সোহরাব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোঃ জাকির হোসেন। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি ইসরাইল হোসেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়জুল কবীর।