মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭জন সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, খন্দকার আব্দুল মতিন, শামীম আরা হীরা, কে এম ফজলুল করিম এবং সাজ্জাদুল আনাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় ৭ জনকেই বিনা প্রতিদ্বন্দ্বের বিজয়ী ঘোষণা করা হয়।
মেহেরপুর জেলা রেডকিশন সোসাইটির নির্বাচন পরিচালনা কারীর দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিতদের নাম ঘোষণা করেন। জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পদাধিকার বলে জেলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান।