মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ঠিকাদার শহীদ শরফরাজ হোসেন মৃদুলের বিরুদ্ধে ১ কোটি ৮০ লাখ টাকার চেক ডিজঅনারের মামলায় সমন জারী করেছে আদালত ।
মেহেরপুুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর আমলি আদালতের বিচারক মোঃ তরিকুল ইসলাম এ সমন জারীর আদেশ দেন।
মামলার এজহারে দেবাশীষ বলেছেন, আমি ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ঠিকাদার শহীদ শরফরাজ হোসেন মৃদুল একই এলাকার বাসিন্দা হওয়ায় পরস্পর পরিচিত। আমি একজন লাইসেন্সধারী ঠিকাদার। মৃদুলও ঠিকাদার ব্যবসার সহিত জরিত থাকার সুবাদে পরস্পরের মধ্যে সুসম্পর্ক ও সখ্যতা গড়ে উঠার সুযোগে যৌথভাবে ঠিকাদারী ব্যবসার প্রস্তাব দেন। আমি তার প্রস্তাবে সম্মত হয়ে যৌথভাবে ব্যবসা পরিচালনা করাকালে মৃদুলের নিকট আমার ১ কোটি ৮০ লাখ টাকা পাওনা হয়। তখন আমার সাথে যৌথ ব্যবসার পরিসমাপ্তি ঘটানোর উদ্দেশ্যে ব্যবসা সংক্রান্ত সমস্ত কাগজপত্র নিজ হেফাজতে নিয়ে নেয় এবং আমার পাওনা ১ কোটি ৮০ লাখ টাকা পরিশোধের উদ্দেশ্যে গত ২৪ জুলাই রূপালী ব্যাংক মেহেরপুর মেহেরপুর শাখার ১ কোটি ৮০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। আমি চেকে দেওয়া তারিখ অনুযায়ী ২৪ জুলাই টাকা উত্তোলনের জন্য অগ্রণী ব্যাংকে চেক জমা করি। এক সপ্তাহ পর ব্যাংক থেকে চেক ডিজঅনার দেখিয়ে সার্টিফিকেট প্রদান করে।
যেখানে লেখা আছে, গত ৪ এপ্রিল ২০২১ তারিখে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। ১ আগস্ট ২০২৩ তারিখে ব্যাংক চেক ডিজাঅনার সার্টিফিকেট দেয়। আমি বিষয়টি আসামীকে জানালে সে আমাকে আজকাল করে ঘুরিয়ে নিয়ে বেড়াতে থাকে। অতঃপর আমি বিজ্ঞ এ্যাডভোকেট সাহেবের মাধ্যমে গত ৩০ আগস্ট আসামী বরাবর এন আই এক্ট ১৮৮১ এর বিধান মতে ডাকযোগে নোটিশ প্রদান করে চেকে উল্লেখিত ১ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করিয়া চেকটি ফেরত অথবা বাতিল করার অনুরোধ করি।
উল্লেখ্য গত ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় মেহেরপুরের সলোম মিলনায়তনে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহীদ সরফরাজ হোসেন মৃদুলের বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনে পাওনা টাকা না পেলে পরিবারসহ আত্মহত্যার হুমকি দিয়েছিলেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য দেবাশীষ কুমার বাগচি মনু।
অপরদিকে, চেক ডিজঅনার হওয়াতে উকিল নোটিশ পাঠানো দেবাশীষ কুমার বাগচির বিরুদ্ধে উল্টো চেক চুরির মামলা করেছিলেন শহীদ সরফরাজ হোসেন মৃদুল।