বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে জেনারেল হাসপাতালে ইফতার বিতরণ

By Meherpur News

March 17, 2025

মেহেরপুর নিউজঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেহেরপুর জেনারেল হাসপাতালে জেলা যুবদলের ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে রোগীর স্বজনদের মাঝে ইফতার বিতরণ করা হয়।মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ন আহবায়ক শাহিদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, পৌর যুবদল নেতা রাকিবুল হাসান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন, ফিরোজুর রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।