বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

By Meherpur News

March 30, 2025

মেহেরপুর নিউজঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় এই ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়। যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান।

মেহেরপুর সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন, জেলা যুবদলের সহ-সভাপতি মোশারফ হোসেন তপু, সদস্য মেহেদী হাসান রোলেক্স, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান,সাবেক যুবদল নেতা বখতিয়ার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা ফকির মন্ডল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মুনসাদ আলী প্রমুখ সেখানে বক্তব্য রাখেন।

পরে সেখানে হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।