মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহানাজের সভাপতিত্বে মানব পাচার প্রতিরোধ কমিটি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম,জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন,জেলার নিজামুদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তাব প্রীতম সাহা, মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত রত্ন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল,পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।