মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদক বিরোধী ট্রান্সফোর্সের নিস্ফল অভিযান । রবিবার বিকালের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে মেহেরপুর শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে মুরশেদুল ষ্টোরে এ অভিযান চালানো হয়। এ সময় মুরশেদুল ষ্টোর থেকে মাদক জাতীয় কোন দ্রব্য উদ্ধার করতে পারেনি জেলা মাদক বিরোধী ট্রান্সফোর্স।
অভিযানে অন্যদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তউল্লাহ উপস্থিত ছিলেন। বেশ কিছুক্ষণ ধরে অভিযান চললেও ওই দোকানে তেমন কিছু পাওয়া যায়নি।