মেহেরপুর নিউজ,১৬ সেপ্টেম্বর: ১৮ বছর পর মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের নতুন কমিটি অনুমোদন করায় মেহেরপুরে আনন্দ মিছিল, সমাবেশ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে নবনির্বাচিত কমিটি সভানেত্রী ও সাধারণ সম্পাদিকা। বুধবার বিকালে শহরের হোটেল বাজার মোড় থেকে মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তহমিনা খাতুন ও সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিনের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী ওক র্মীরা, জেলা আওয়ামীলীগের নেতা কর্মী ও ছাত্রলীগের নেতআকর্মীরা অংশগ্রহণ করেণ। পরে সেখানে নবাগত সভানেত্রী তহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাথেন সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন
, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন এমপি, সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি , গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন,, সাবেক ছাত্র নেতা মফিজুর রহমান প্রমুখ। সমাবেশে এমপি মকবুল হোসেন বলেন, আওয়ামীলীগের পরীক্ষিত সৈনিকদের রাজনীতি থেকে বাদ দেয়ার চেণ্টায় লিপ্ত একটি গ্রুপ। দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি। সাবেক এমপি জয়নাল আবেদীন বলেন, ১৮ বছর যদি একটি দলের কাউন্সিল না হয় তাহলে কিভাবে নতুন
নেতৃত্ব তৈরি হবে। তিনি বলেন, আগামীতে আবারো নির্বাচন হবে। তিনি বর্তমান এমপিকে উদ্যোশে করে বলেন, সব কমিটি যদি আপনার ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করতে থাকেন। তাহলে আগামী নির্বাচনের মাঠে কাকে নিয়ে ভোট চাইতে যাবেন। এ্যাড. শফিকুল আলম তার বক্তব্যে বলেন, বর্তমানে মেহেরপুর জেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনগুলোতে একটি গ্রুপ মাইনাস থিওরি নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছেন। মাইনাসে মাইনাসে যে প্লাস হয় তা উনারা ভুলে গেছেণ। সেভাবেই আজ জেলা মহিলা আওয়ামীলীগের কমিটি অনুমোদন হয়ে গেছে। জেলা মহিলা আওয়ামীলীগকে উদ্যোশে করে তিনি বলেন, নতুন নারী নেত্রীদের বলিষ্ঠ ভুমিকায় মেহেরপুরে নারী সমাজ যেন জাগ্রত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গোলাম রসুল বলেন, ভারতীয় একটি সিরিয়ালের আখ্যা দিয়ে তিনি বলেন, এক হীরা আম্মা ১৮ বছর কাউন্সিল না করে ক্ষমতায় ছিলেন। তিনি নারী নেত্রীদের হীরা আম্মাকে বয়কট করার আহবান জানান। তিনি বর্তমান এমপিকে উদ্যোশে করে বলেন, বোনকে করবেন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী, ভাইকে করবেন যুবলীগের সভাপতি। এভাবে পারিবারিক কমিটি করে রাজনীতি করা যায় না। তিনি আরো বলেন, কোনো দিন মিটিং মিছিল করে তো আপনাকে এমপি হতে হয়নি। তাই নেতাকর্মীদের গুরত্ব বোঝেন না। এর আগে মেহেরপুর হোটেল বাজার মোড়ে নির্মিতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে নবাগত সভানেত্রী তহমিনা খাতুন ও সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন দলীয় নেত্রীদের পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেণ।