মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা বিএনপি’র এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে মেহেরপুর জেলা বিএনপির এডহক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বিএনপির খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মোঃ আমান উল্লাহ আমান, খুলনা বিভাগের বিএনপি’র সংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডসহ কেন্দ্রীয় বিএনপি’র নেতাদের মেহেরপুর জেলায় আগমন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, মোঃ আব্দুল্লাহ, মশিউর রহমান প্রমুখ ও উপস্থিত ছিলেন।