বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটিকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

December 14, 2024

 সাহাজুল সাজু :

মেহেরপুর জেলা বিএনপির নব-নির্বাচিত আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন,সদস্য সচিব অ্যাডভােকেট কামরুল ইসলাম,যুগ্ম আহবায়ক যথাক্রমে-আমিরুল ইসলাম ও ফয়েজ মােহাম্মদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। শনিবার বিকেলে জেলার গাংনী উপজেলা বিএনপি ও গাংনী পৌর বিএনপির কার্যালয়ে সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা ও গাংনী পৌর বিএনপি সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির নব-নির্বাচিত আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভােকেট কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফয়েজ মােহাম্মদ, বাংলাদেশ যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতা প্রিন্স আহমেদ ইমরান।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন যথাক্রমে-গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইন্সু,সাধারণ সম্পাদক মকবুল হােসেন মেঘলা ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক গােলাম কাওছার। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুজ্জামান গাড্ডু,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।