মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্যে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির গণসংযোগ ও প্রচার পত্র বিলি করা হয়েছে।
শনিবার সকালের দিকে এ গণসংযোগ ও প্রচার পত্র বিলি করা হয়। মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান এর নেতৃত্বে মেহেরপুর পৌরসভার বড় তহবাজারে প্রচারপত্র বিলি করা হয়।
এসময় যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, পিপি আবু সালেহ মোহাম্মদ নাসিম, সাবেক যুগ্ম সম্পাদক কাজী মিজান মেনন, সাবেক মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ,জেলা বিএনপির নেতা আব্দুল লতিফ বিশ্বাস, যুবদল নেতা মোহাম্মদ মশিউর আলম দ্বীপু,নিয়ামত বিশ্বাস, তহবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আবু হানিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলাল হোসন, সহ-সভাপতি আব্দুস সাত্তারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।