বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা বিএনপির আমঝুপিতে লিফলেট বিতরণ ও পথসভা

By মেহেরপুর নিউজ

January 10, 2025

 

মেহেরপুর জেলা বিএনপি’র পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুরে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে আমঝুপি ইউনিয়নের পথসভা ও লিফলেট বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মাদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়ার সহ-সভাপতি ইলিয়াস হোসেন, এম এ কে খাইরুল বাশার, আনছার-উল-হক, আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি,সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু,সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন প্রমূখ।