মেহেরপুর নিউজঃ
জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াসহ সকলে মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ায় মেহেরপুর জেলা বিএনপি’র আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে আনন্দ মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে পুরাতন বাসস্ট্যান্ড মোড়, হোটেল বাজার মোড় করে একই স্হানে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপি অফিসের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান,যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু পথসভায় বক্তব্য রাখেন।মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান হাফি,ওমর ফারুক লিটন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু,সাবেক পৌর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মীর আলমগীর ইকবাল (আলম), জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃকর্মীরা অংশগ্রহণ করেন।