বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচন সংক্রান্ত কার্যক্রম স্থগিত

By Meherpur News

April 21, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচন সংক্রান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সোমবার নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের সরকারি কমিশনার আবীর আনসারী স্বাক্ষরিত পত্র মারফত এ তথ্য জানাগেছে। সহকারী কমিশনার আবীর আনসারী স্বাক্ষরিত ০৫.৪৪.৫৭০০.০১২.১৮.০২৪.২৪-৫০২ নং স্মারক সূত্রে বলা হয়েছে, মেহেরপুর আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির নাম ব্যবহার করে আহবায়ক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন সংক্রান্ত ৬/৪/২০২৫ তারিখের পত্র গত ১৩/৪/২০২৫ তারিখে কার্যালয়ে পাওয়া যায়। অপরদিকে মেহেরপুর আন্তঃ জেলা বাস মিনিবাস মালিক সমিতির নাম ব্যবহার করে উক্ত প্রতিষ্ঠানের নির্বাচন ২০২৫ প্রক্রিয়া শুরু করার বিষয়ে ১৫/৪/২০২৫ তারিখে অত্র কার্যালয় আরেকটি পত্র পাওয়া যায়। উদ্ভূত পরিস্থিতিতে এ সংক্রান্ত গঠিত কমিটির কার্যক্রম বা নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনীতির আশঙ্কা রয়েছে মর্মে বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে।

এমতাবস্থায় মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মেহেরপুর আন্তঃ জেলা বাস মিনিবাস মালিক সমিতির নাম ব্যবহার করে গঠিত কমিটির সমূহের নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।