মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জানুয়ারি:
অবরোধ চলাকালে আন্ত:জেলাসহ দুরপাল্লার যান চলাচলে নিরাপত্তা দেবে পুলিশ। পুলিশ সুপার হামিদুল আলমের আশ্বাসের প্রেক্ষিতে মেহেরপুর থেকে আগামীকাল শনিবার সকাল থেকে জেলা ও দুরপাল্লার সকল রুটে বাস চালানোর সিদ্বান্ত নেয় মেহেরপুর জেলা বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দরা। শুক্রবার বিকালে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত পুলিশ সুপার হামিদুল আলমের সাথে মেহেরপুর জেলা বাস মালিক সমিতি, ট্রাক ও ট্রাংকলরী মালিক সমিতি এবং মটর শ্রমিক ইউনিয়নের সাথে মতবিনিময় সভায় এ সিদ্বান্ত নেয়া হয়।
পুলিশ সুপারের কার্যালয়ে মেহেরপুর পুলিশ হামিদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল,মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবিব, ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম, ট্রাক ও ট্রাংকলরী মালিক সমিতির সভাপতি আলহাজ গোলাম রসুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, শ্রমিক নেতা এনামুল হক, ফারুক হোসেন প্রমুখ।