মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি মিলনাতনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সহ-সভাপতি মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবলু, কোষাধক্ষ্য রেজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মিন্টু, সড়ক সম্পাদক খলিলুর রহমান, নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস মেঘা, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জেলা বাসে মিনিবাস মালিক সমিতির নির্বাচন পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনকে প্রধান নির্বাচন কমিশন করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিটির অন্য সদস্য হলেন নির্বাচন কমিশনার পিপি সাইদুর রাজ্জাক টোটন, অ্যাডভোকেট মোকলেসুর রহমান খান স্বপন।