মেহেরপুর নিউজ:
আসন্ন মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিকী নির্বাচনে একটি প্যানেলে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার মনোনয়নপত্রের জমাদানের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। এতে সভাপতি পদে আব্দুস সামাদ বাবুল বিশ্বাস, সহ-সভাপতি পদে আনোয়ারুল হক শাহী, অ্যাডভোকেট কাজী শহিদুল হক, কোষাধক্ষ্য ওমর ফারুক খান, নির্বাহী সদস্য মোঃ আতর আলী, আফতাব আলী খান, আব্দুল মালেক, সাইদুল ইসলাম, শাহ জামান, রওশন আলী, আল মামুন, সোহেল রানা সবুজ, এ এইচ শাফিউল কবির জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিকী নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার দেলোয়ার রহমান রিগানের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় কমিশনের শফিউল আলম সেখানে উপস্থিত ছিলেন। আগামী ৫ সেপ্টেম্বর মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।