মেহেরপর নিউজ, ০২ মে: গঠণতন্ত্র অনুমোদন, প্রবীন সাংবাদিকদের আজীবন সদস্য পদসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় মেহেরপুর নিউজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে সভা শুরু হয়। সভার শুরুতে গঠণতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য মেহেরপুর প্রতিদিনের সম্পাদক মাহবুবুল হক পোলেন ও পশ্চিমাঞ্চল প্রতিনিধি ডি এম মুকিদ উপস্থিতিতে গঠণতন্ত্র প্রণয়ন কমিটির আহবায়ক মাহবুব চান্দু খসড়া গঠনতন্ত্র পড়ে শোনান। মেহেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিসহ সাধারণ সদস্যরা গঠণতন্ত্রের সাময়িক সংযোজন ও বিয়োজন করে খসড়া গঠণতন্ত্রের অনুমোদন করেন। যা আগামি ১২ মে সাধারণ সভায় চুড়ান্তভাবে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পরে মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে যারা মেহেরপুরের সন্তান হিসেবে সাংবাদিকতায় নিজেদের অবদান রেখে চলেছেন তাদের আজীবন সদস্য পদ দেওয়ার ব্যাপারে সকলে একমত পোষন করেন। এছাড়াও মেহেরপুর জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সকল সাধারণ সদস্যকেও আজীবন সদস্য হিসেবে মর্যাদা দেওয়া হয়। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন, দপ্তর সম্পাদক মুজাহিদ মুন্না, নির্বাহী সদস্য মিজানুর রহমান, আক্তারুজ্জামান, মহাসিন আলী, সাধারণ সদস্য সাইদ হোসেন , এ সিদ্দিকী শাহিন, মিজানুর রহমান, রেজাউল করিম, শাকিল রেজা প্রমুখ। পরে আগামি ১২ মে মুজিবনগরে জাকজমকপূর্নভাবে সাধারণ সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়। আজীবন সদস্য পদ দেওয়া হলো যাদের: মেহেরপুর জেলা প্রেসক্লাবে আজীবন সদস্য পদ দেওয়া হলো যাদের তাঁরা হলেন, মরোনত্তর সম্মানা হিসেবে মরহুম ইসলাম আলী, মরহুম মোজাম্মেল হক, মরহুম ইদ্রিস আলী। এছাড়া আলোকিত বাংলাদেশের বার্তা সম্পাদক তারিক উল ইসলাম, কানাডা প্রবাসি ব্রড কাষ্ট জার্নালিষ্ট সৈকত রুশদি মুকুল, আমেরিকা প্রবাসি বাংলাভিশনের মনির হায়দার, মুক্তিবানির সম্পাদক রবিউল আলম, কালের কণ্ঠ’র বিশেষ প্রতিনিধি কাজি হাফিজ, মানবজমিনের সিনিয়র স্টাফ রিপোর্টার কাজি সোহাগ, মানবকন্ঠর সহসম্পাদক তসলিমা খাতুন, দেশ টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম, মহাসিন আলী আঙ্গুর, ইসরাফিল হোসেন।