মাসুদ রানা,মুজিবনগর আম্রকানন থেকে, ১২ মে: ‘মেহেরপুরের সামগ্রীক উন্নয়নে আমরা অঙ্গিকারাবদ্ধ’ এই শ্লোগানে মেহেরপুর জেলা প্রেসক্লাবের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রের সূর্যোদয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ১ম পর্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে মেহেরপুর জেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুমোদন করা হয়। আলোচনা সভায় জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) লিয়াকত হোসেন, মুজিবনগর থানার ওসি মনিরুল ইসলাম, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব আলী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন। সহসভাপতি মাহাবুব চান্দুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর নিউজের সম্পাদক পলাশ খন্দকার, জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক নাসের চৌধুরী, গণ-যোগাযোগ সম্পাদক দিলরুবা খাতুন, সদস্য মিজানুর রহমান, মেহেরপুর প্রতিদিন এর নির্বাহী সম্পাদক আতিক স্বপন প্রমূখ। এর আগে অতিথিদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আমাদের চারটা সেক্টর। যার মধ্যে পুলিশ, রাজনীতিবিদ, চিকিৎসক ও সাংবাদিক এদের একটা ভুল কাজ মানে অনেক কিছু। একজন চিকিৎসক সারাদিন সেবা করবে, একটা ভুল হলে সেটা নিয়ে সারাদিন টানাটানি করবে। অনুরুপ ভাবে এজন রাজনীতিবিদ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মানুষের কল্যানে কাজ করে যায়। এর মাঝে সমান্য ভুল হলে সেটা সমনে চলে আসে। পুলিশ প্রশাসন রাতদিন পরিশ্রম করে বলেও আমরা শান্তিমত রাতে ঘুমাতে পারি। সব সেক্টরই জনগনের সেবাই কাজ করে থাকে। এর মাঝে ত্রæটিবৃচুতি হলে সাংবাদিকরা সংবাদপত্রে তুলে ধরে। এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। উভয়ের মধ্য যদি সমš^য় থাকে তাহলে এ ভুল বোঝাবুঝি হয় না। পরে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সদস্য রাতের মুজিবনগর কেমন লাগে এই ভাবনায় সারারাত মুজিবনগর স্মৃতিকেন্দ্রে রাত্রীযাপন করেন।