মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম।
জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা করা হয়।পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বেলুন উড়ান। এবং খেলোয়ারদের সঙ্গে পরিচিত হন।পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বলে কিক দেওয়ার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হযরত আলী, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেকসহ সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।