আইন-আদালত

মেহেরপুর জেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথ অভিযান, ২ ব্যক্তির জরিমানা

By মেহেরপুর নিউজ

April 04, 2020

মেহেরপুর নিউজ:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বন্ধের সময় সাধারণ মানুষের ঘরে থাকা নিশ্চিত ও করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে নেমেছে সেনাবাহিনী।

শনিবার মেহেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এমএম আরাফাত হোসেন ও বগুড়া ৪০ আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন নাসির উদ্দিনের নেতৃত্বে মেহেরপুর শহরের ভূমি অফিস মোড়, কলেজ মোড় এবং বড় বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় সাধারণ মানুষকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলা ও অযথা রাস্তায় বের না হওয়ার জন্য অনেককে সতর্ক করে দেওয়া হয়। এবং সরকারি আদেশ অমান্য করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যক্তির নিকট থেকে ৪শ টাকা জরিমানা আদায় করা হয়।