করোনাভাইরাস

মেহেরপুর জেলা প্রশাসনের সকল আলোচনা সভা স্থগিত

By মেহেরপুর নিউজ

March 21, 2020

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে জন-জীবন। স্থগিত ঘোষণা করা হয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনের বিভিন্ন ইভেন্টও।  ক্রিকেট-ফুটবল, জন সভা, মহাফিলসহ লোক জমায়েত হতে পারে এমন সব কার্যক্রম বন্ধ ঘোষনা করেছে বাংলাদেশে সরকার।

আর এবার প্রাণঘাতী করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে দেশের চলমান সব ধরনের ঘরোয়া খেলাধুলা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পাশাপাশি দেশের  সব জেলা, উপজেলা, ইউনিয়নে নেওয়া হয়েছে বিশেষ শতর্কতা অবস্থা।

এই ধারাবাহিকতায় করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা ব্যতীত মেহেরপুর জেলা প্রশাসনের সকল আলোচনা সভা স্থগিত করা হয়েছে।

আগামীকাল রবিবার থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সভা স্থগিত করার ঘোষণা দেন জেলা প্রশাসক। শুধুমাত্র করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করা হবে জেলা প্রশাসক কার্যালয়।

এদিকে করোনা ভাইরাসের কারণে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাবের উদ্যোগ আমঝুপি মাঠে অনুষ্ঠিত মহারাজ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে।

এছাড়াও করোনা ভাইরাসের কারণে বিআরটিএ সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিআরটিএর সকল পরীক্ষা স্থগিত থাকবে।