কৃষি সমাচার

মেহেরপুর জেলা প্রশাসকের পতিত জমিতে সবজি চাষের আহ্বান

By মেহেরপুর নিউজ

September 08, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান বলেছেন, আমাদের কাজ হচ্ছে মানুষকে সচেতন করা। ঘরের আনাচে-কানাচে এখনো যে সমস্ত পরিত্যক্ত জমি রয়েছে যেগুলো চোখে দেখা যায় না। কিন্তু হিসাব করলে দেখা যায় অনেক জমি পতিত রয়েছে। সে সমস্ত পতিত জমি গুলোকে কাজে লাগিয়ে সবজি চাষ করা।

জেলা প্রশাসক বলেন, রাস্তার পাশে কলাইয়ের বুনে দেওয়া যায়, সেগুলোতে কিন্তু বেশি খরচ হয় না।বাড়ির আঙ্গিনায় সমস্ত ছোট ছোট সমষ্টিগত কাজগুলোকে অনেক বড় অর্জনের পরিণত হতে পারে। তাই আসুন সকলে মিলে বাড়ির আঙিনাতে শাকসবজি চাষ করি নিজেদের চাহিদা মেটায়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান ফটকের পাশে পতিত জমিতে সবজি চাষ পেঁপের চারা রোপন করে একথা বলেন। “পতিত জমি আবাদ করি, কৃষি সমৃদ্ধি মেহেরপুর ” গড়ি এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক সকলের প্রতি বাড়ির আঙিনায় পতিত জমিতে সবজি চাষের আহ্বান জানান। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, রনি খাতুন প্রমূখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।