মেহেরপুর নিউজ,০৫ নভেম্বর:
ব্র্র্যাকের ক্ষুদ্র ঋন কর্মসূচির গ্রাম সংগঠন ও সব্জী বীজ উৎপাদন খামার পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা প্রশাসক জনাব মোঃ শফিকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আমঝুপির গ্রাম সংগঠন পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯^) মোঃ হেমায়েত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান ,
ব্র্যাকের প্রধান কার্যালয়ের কর্মসূচি ব্যবস্থাপক (প্রগতি) মোঃ সাজ্জাদুজ্জামান, টীম লিডার (লোন রিভিউ ইউনিট) সৈয়দ হুমায়ন কবীর, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ আবুল কালাম, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) অরুপ সাহা, আঞ্চলিক ব্যবস্থাপক (দ্বিতীয় শস্য বহুমূখী করণ প্রকল্প) মোঃ শাহীন আহম্মেদ, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন সেখানে উপস্থিত ছিলেন।