অন্যান্য

মেহেরপুর জেলা প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

April 07, 2015

মেহেরপুর নিউজ,০৭ এপ্রিল: মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, হেমায়েত হোসেন পদোন্নতী লাভ করায় কালেক্টরের কর্মচারীরা তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিকে পদোন্নতী লাভ করায় জেলা প্রশাসকসহ শীর্ষ চার কর্মকর্তাকে সংবর্ধণা দেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, মেহেরপুর জেলা সরকারী ড্রাইভার সমিতির সভাপতি রফিকুল ইসলাম, মেহেরপুর কালেক্টরেট কর্মচারী সমিতির সম্পাদক আফতাব আলী, জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।