মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয় জেলা পরিষদ আইন ২০০০ এর ধারা ৫ অনুযায়ী জেলা পরিষদ (সংশোধনী) আইন ২০২২ অনুযায়ী সংশোধিত দেশের ৬১ টি জেলা পরিষদের প্রথম সভার তারিখ হতে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় জেলা পরিষদ বিলুপ্ত হয়েছে।
এমতাবস্থায় জেলা পরিষদের আইন ২০০০ এর ৮২ ধারা অনুযায়ী সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের পূর্ব পর্যন্ত উক্ত আইনের ধারা ৮৫-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নিবার্হী কর্মকর্তা/ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের কে দায়িত্ব প্রদান করা হলো।অর্থাৎ এখন থেকে প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ দায়িত্ব পালন করবেন।