গাংনী প্রতিনিধি :
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন আজ সােমবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে।
জেলার গাংনী ভােটকেন্দ্রে একই সময় ভােটগ্রহণ শুরু হয়। কেন্দ্র পর্যবেক্ষণ ও সুষ্ঠ ভোটের স্বার্থে মেহেরপুরের ন্যায় গাংনী ভােট কেন্দ্র এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ কেন্দ্রে ২টি বুথের মাধ্যমে ভােট গ্রহণ চলছে।জেলার গাংনী উপজেলায় ৪ জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন-পরিষদের সদ্য সাবেক সদস্য মজিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বাদশা ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান মখলেছ।
এছাড়াও এ ওয়ার্ডের নারী সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন যু্ব মহিলা লীগ নেত্রী শাহানা ইসলাম শান্তনা। এবার ইভিএম এর মাধ্যমে ভােটগ্রহণ চলছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভােট গ্রহণ সম্পন্ন করার লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। ইতােমধ্যে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম গাংনী ভােট কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় সঙ্গে ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।