মেহেরপুর নিউজ, ১৭ জুলাই:
মেহেরপুর জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো: গোলাম রসুল করোনা ভাইরাসে আক্রান্ত। আজ রাত ৯টার ৫৫ মিনিটে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্টে তার করোনা পজিটিভ নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আজ শুক্রবার রাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেহেরপুর জেলায় আরও ৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন প্রাপ্ত ১৭টি রিপোর্টের মধ্যে আলহাজ্ব গোলাম রসুলসহ ৫ জন পজিটিভ ও ১২ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে। করোনা পজিটিভ ৫ জনের মধ্যে ২ জনের বাড়ি শহরের বাসস্ট্যান্ড পাড়ায়, ১ জনের ফুলবাগান পাড়ায়,বামুনপাড়ায় ১ জন ও উত্তর শালিকা গ্রামে-১ জনের বাড়ি। এ পর্যন্ত মেহেরপুর জেলায় করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ১২৫জন ( সদর উপজেলায় ৬৯ জন , গাংনী উপজেলায় ৪৩ জন এবং মুজিবনগর উপজেলায় ১৩ জন)।
পারিবারিক সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল বেশ কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন। করোনার উপশম দেখা দিলে বৃহস্পতিবার সকালে তার ও পরিবারের কয়েকজনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। আজ শুক্রবার গোলাম রসুল ও তার পরিবারের আরও ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
অপরদিকে করোনায় মেহেরপুর শহরের টিএন্ডটি পাড়ার হামিদুল ইসলাম (৫০) নামের এক কৃষক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হামিদুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হামিদুলের লাশবাহি গাড়িটি মেহেরপুরের উদ্দেশ্য রওয়ানা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য,প্রায় ২১ দিন আগে কৃষক হামিদুল ইসলাম করোনা শনাক্ত হয়েছিলেন। প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন চিকিৎসকরা। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাাঁড়ালো ৭ জনে।