মেহেরপুর নিউজ:
সব আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি পদে নির্বাচন শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ভোটদান পর্ব শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
গত ২৮ফেব্রুয়ারি মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী এসকেন আলী আদালতের শরণাপন্ন হলে আদালত গত ২৮ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত ঘোষণা করেন। পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন নিম্ন আদালতের স্থগিতাদেশ ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করায় সোমবার নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে এবং নির্বাচন শুরু হয়।
এর আগে জেলা ট্রাক মালিক গ্রুপ এর নির্বাচনে ২৬ টি পদের মধ্যে ২৫ টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সোমবার শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে বর্তমান সভাপতি গোলাম রসূল এবং সাবেক সাধারন সম্পাদক এসকেন আলী প্রার্থী হয়েছেন।