মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়ন জমা দানকারী ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। আগামী ২৮ ফেব্রুয়ারি মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩৭৩ জন ভোটারের মন জয় করতে সভাপতি পদে জন সহ মোট ২৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
সভাপতি পদে বর্তমান সভাপতি গোলাম রসূল এবং বর্তমান সহ-সভাপতি এসকেন আলী সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে মনোনয়নপত্র জমাদান কারী অন্যরা হলেন সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক মিজানুর রহমান রানা, সহ-সভাপতি পদে আসাবুল হক, মাহফুজুর রহমান রিটন, হাফিজুর রহমান, আনোয়ার সাদাত খোকন, সহ সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আহমেদ শহীদ, মুস্তাক আহমেদ বাবু, নুরুজ্জামান।সাংগঠনিক সম্পাদক পদে সোহরাব হোসেন, আশরাফুল হক বাবু।
সড়ক সম্পাদক পদে আনিসুর রহমান, আব্দুর রশিদ। ক্রীড়া সম্পাদক পদে ইসরাফিল হোসেন, প্রচার সম্পাদক পদে রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আমিনুর ইসলাম, কার্যনির্বাহী সদস্য পদের সুমন আলী,মহব্বত হোসেন,তানভির আহমেদ রানা, রফিকুল ইসলাম, মফিজল ইসলাম , আজিজুল বারী মুকুল, আব্দুল খালেক, মুক্তি মিয়া, জাকারিয়া, আলমিজ হোসেন,সাকি রেজাউল হক।
মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল আমিন উপস্থিত থেকে মনোনয়নপত্র বাছাই করেন। এসময় নির্বাচন পরিচানাকারী কমিটির সদস্য নুরুল আহমেদ, মাহবুব চাঁদু উপস্থিত ছিলেন।