মেহেরপুর নিউজ:
মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষক ও জেলা জাসাস এর আহবায়ক মিজানুর রহমান অশেষ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অশেষ মেহেরপুর শহরের তাঁতীপাড়ার মোশারফ হোসেনের ছেলে।
জানা গেছে ঘটনার সময় অশেষ কলেজ থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক অশেষের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।