বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামির সাবেক নায়েবে আমির সিরাজুল ইসলামের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

February 16, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামির সাবেক নায়েবে আমির সিরাজুল ইসলাম (ছোট সিরাজ) ইন্তেকাল করেছেন। (ইন্না—– রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

রবিবার ভোর ৪  টার দিকে কুষ্টিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম ইন্তেকাল করেন। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গন্ধরাজপুর পাড়ার বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণাগ্রহী রয়েছে।

মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। শনিবার তাকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হলে রবিবার ভোরে তার মৃত্যু হয়। তিনি আমঝুপি গন্ধরাজপুর জামে মসজিদের সভাপতি ও আমঝুপি পূর্বপাড়া মডেল হাফেজিয়া মাদরাসার সভাপতি ছিলেন।

এদিকে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামির সাবেক নায়েবে আমির সিরাজুল ইসলাম এর মৃত্যুতে মেহেরপুর জেলা জামায়েত ইসলামির আমির মাওঃ তাজ উদ্দিন খান, সেক্রেটার ইকবাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।