মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদ উত্তীর্ণ, উৎপাদন তারিখ, মূল্য বিহীন কসমেটিকস বিক্রী করার অভিযোগে ৪ দোকান মালিকের নিকট থেকে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসানের নেতৃত্বে শহরের বড় বাজার এলাকার রাজা স্টোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ এবং ৫১ ধারায় ১৫ হাজার টাকা, ইলিয়াস স্টোর একই আইনে ৭ হজার টাকা,নিউ কেয়া স্টোরে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ এবং ৪৫ ধারায় ১৫ হাজার টাকা। এবং মেসার্স কেয়া স্টোরে ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ।