নির্বাচন

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আগামী সেপ্টেম্বরে

By মেহেরপুর নিউজ

July 31, 2022

মেহেরপুর নিউজ:

আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন করার ব্যাপারে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছেন।মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি নির্বাচন পরিচালনা করার জন্য ক্লাব প্রতিনিধিদের কাছ থেকে নাম চেয়েছেন।

ইতোমধ্যেই বিগত ৫ পাঁচ বছরে যে সমস্ত ক্লাব জেলা ক্রীড়া সংস্থার খেলায় অংশগ্রহণ করেছে সেই সমস্ত ৪৪ টি ক্লাবের মধ্যে থেকে ৪৬ জন ক্লাব প্রতিনিধির নাম জমা দিয়েছেন। মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম জানান, নির্বাচনের প্রাথমিক পর্ব শুরু হয়েছে। তিনি বলেন, আশা করছি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন বলে তিনি জানান।