মেহেরপুর নিউজ:
ডায়ানের অনবদ্য সেঞ্চুরির সুবাদে মেহেরপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এমকেএসপি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। মেহেরপুর জেলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এমকেএস পি দ্বিতীয় দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
মঙ্গলবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় এমকেএসপি ৭৬ রানের বিশাল ব্যবধানে ইমরুল কায়েস ক্রিকেট একাডেমীকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এম কে এস পি ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ডায়ানের অনবদ্য সেঞ্চুরির সুবাদে ২১৯ রানের পাহাড় গড়ে তোলে। দলের পক্ষে ডায়ান সর্বোচ্চ ১০৮ এবং ওমর ৩৫ রান করেন। ইমরুল কায়েস ক্রিকেট একাডেমীর মাহমুদুল্লাহ ২টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে ইমরুল কায়েস ক্রিকেট একাডেমী ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রাম সংগ্রহ করে।দলের পক্ষে আলামিন ৫৩ এবং সোহানুর ৪৫ রান করেন।এমকেএসপির বিনয় ৪ টি উইকেট লাভ করেন।