মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইমরুল কায়েস ক্রিকেট একাডেমী জয়লাভ করেছে।
শনিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় ইমরুল কায়েস ক্রিকেট একাডেমী ৮ উইকেটে জোরপুকুরিয়া ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জোড়পুকুরিয়া ১৮ ওভারে ৭৫ রান করে সবাই আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে ইমরুল কায়েস ক্রিকেট একাডেমী ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।