মেহেরপুর নিউজ:
আগামী ২২ অক্টোবর মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর জেলা ক্রীড়া অফিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ক্রীড়া অফিস মিলনায়তনে আলোচনা সভা শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মেহেরপুর জেলা ক্রীড়া অফিস এর উদ্যোগে জেলা ক্রীড়া অফিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রিকেটার জিকো। টুর্ণামেন্টে মোট ৮ টি ক্লাব অংশগ্রহণ করবে।