মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ আগস্টঃ
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগীতায়“দেশী ফলের অনেক গুণ, নেইকো জুড়ি তার। স্বাদে অর্থে তুলনাহীন,পুষ্টি কিংবা আহার” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপিরচালক চৈতন্যকুমার দাসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, সিভিল সার্জন ইসমাইল ফারুক, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন। বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মারুফ আহম্মেদ বিজন, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবুবক্কর সিদ্দিক, জেলা শিক্ষা আিফসার মাজহারুল আসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা প্রমুখ।