গাংনী প্রতিনিধি :
মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ওয়াসিম সাজ্জাদ লিখনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যার দিকে তার নিজ বাসভবন জেলার গাংনী উপজেলার চিৎলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গাংনী থানা পুলিশের একটিদল গ্রেপ্তার করে।
গাংনী থানা সূত্র জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে ওয়াসিম সাজ্জাদ লিখনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য গাংনী থানায় নেওয়া হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জানান, ওয়াসিম সাজ্জাদ লিখনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে।