মেহেরপুর নিউজ, ২৩ মে: মেহেরপুর জেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা এনজিও সমিতির সভাপতি ও পলাশী পাাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ও ব্র্যাক প্রতিনিধি মোশাররফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন লিমটন, মেহেরপুর ফাউেেন্ডশনের প্রতিনিধি ইয়াদুল মোমিন। সভায় বুরো বাংলাদেশের পক্ষে তাদের কার্যক্রমের বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, মেহেরপুরের গাংনী ও মুজিবনগর উপজেলায় আর্সেনিক জরিপ করে তার জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট এনজিও ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, যে সকল এনজিও গুলো মেহেরপুরে কার্যক্রম চালাচ্ছেন তার বাস্তব চিত্র তুলে ধরতে হবে। সুবিধাভোগীদের কেস ষ্টাডি তুলে ধরতে হবে।